নিজস্ব প্রতিবেদক:
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই নতুন নেতৃত্বের হাতে ক্ষমতা তুলে দেওয়ার কথা জানিয়েছিলেন বিসিবির বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন। তারই ধারাবাহিকতায় আগামী মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার নির্বাচন। বৃহস্পতিবার বিসিবি পরিচালক জালাল ইউনুস সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী পরিচালনা পর্ষদের মেয়াদ শেষ হওয়ার ৪৫ দিনের ভেতর করতে হবে নির্বাচন। আর এই মাসেই শেষ হয়ে যাবে বিসিবির বর্তমান কমিটির মেয়াদ। ৪৫ দিন সময় নেওয়ার সুযোগ থাকলেও বর্তমান কমিটি সেটি করছে না। আগামী মাসের প্রথম সপ্তাহে নির্বাচন দিয়ে বিশ্বকাপের আগেই নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করতে চায় বোর্ড। এ ব্যাপারে জালাল ইউনুস বলেছেন, ‘ধারণা করা হচ্ছে প্রথম সপ্তাহেই (বিসিবি) নির্বাচন হবে। তেমনই চেষ্টা করা হচ্ছে। যেহেতু অনেকেই বিশ্বকাপে চলে যাবে খেলা দেখার জন্য, তাই ধারণা করা হচ্ছে প্রথম সপ্তাহেই নির্বাচনটা হয়ে যাবে।’ পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। আইসিএবি’র (ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অব বাংলাদেশ) সাবেক প্রেসিডেন্ট এম ফরহাদ হোসেনকে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব দিয়ে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। বাকি চার সদস্য হলেন- বাংলাদেশ সরকারের সাবেক যুগ্ম সচিব মোহাম্মদ ওমর ফারুক, বিসিবির আইনি পরামর্শক মুদ্দাসির হোসেন, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মোহাম্মদ একরামুল হক ও বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। এই কমিটি আগামী সপ্তাহ থেকে নির্বাচন নিয়ে কাজ শুরু করবে। আগামী সপ্তাহে নির্বাচনের তারিখ চূড়ান্ত হয়ে যাবে বলে জানা গেছে। এরপর তফসিল ঘোষণাসহ বাকি কাজগুলো সম্পন্ন করবে নির্বাচন কমিশন। এ প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন বলেছেন, ‘নির্বাচন কমিশন খুব দ্রুতই সভায় বসবে, তারপর তারিখ ঠিক হবে। আশা করা যাচ্ছে, আগামী মাসের প্রথম সপ্তাহে নির্বাচন হয়ে যাবে। তফসিল কবে ঘোষণা হবে, এটা নির্বাচন কমিশনের বৈঠকে ঠিক হবে। বোর্ড কাউন্সিলর তালিকা চূড়ান্ত করে তারপর নির্বাচন কমিশনকে দেবে।’
আরও পড়ুন
নাহিদ রানার ৩ শিকার, জিম্বাবুয়ের ৪ উইকেট নিয়ে লাঞ্চে বাংলাদেশ
১৯১ রানেই অলআউট বাংলাদেশ
সাভারে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত