October 29, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, October 29th, 2025, 9:13 pm

আগামী শিক্ষাবর্ষেও স্কুলে ভর্তি লটারি পদ্ধতিতে: শিক্ষা মন্ত্রণালয়

 

দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষেও ভর্তি কার্যক্রম লটারি পদ্ধতিতে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) এবং ঢাকা শিক্ষা বোর্ডের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সভা শেষে বিকেলে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির জানান, ‘বিভিন্ন দিক বিবেচনা করে এবারও শিক্ষার্থী ভর্তি লটারির মাধ্যমেই হবে। বিষয়টি খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে জানানো হবে।’

মাউশির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘অনেক অভিভাবক ভর্তি পরীক্ষার দাবি তুলেছিলেন, কেউ কেউ মানববন্ধনও করেছেন। তবে এখনই লটারি পদ্ধতি বাদ দেওয়া সম্ভব নয়। এটি পরিবর্তন করতে হলে অন্তত এক বছর আগে ঘোষণা দিতে হয়। অন্তর্বর্তী সরকার এমন ঝুঁকি নিতে চায় না।’

এদিকে, করোনাকালে চালু হওয়া এই পদ্ধতির বিরোধিতা করে রাজধানীর রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা বুধবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত উত্তরা ৬ নম্বর সেক্টরে বিক্ষোভ করেন।

বিক্ষোভে শিক্ষার্থীরা ‘শিক্ষা না জুয়া, শিক্ষা শিক্ষা’, ‘জুয়া বন্ধ কর, পরীক্ষা চালু কর’, ‘আমাদের দাবি মানতে হবে’—এমন নানা স্লোগান দিতে থাকেন। এ সময় রাজউক কলেজের সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এনএনবাংলা/