July 2, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, July 1st, 2025, 9:35 pm

আগামী সপ্তাহে গাজায় যুদ্ধবিরতি হবে, প্রত্যাশা ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন আগামী সপ্তাহের যে কোনো সময় গাজায় যুদ্ধবিরতি হতে পারে। মঙ্গলবার (১ জুলাই) সাংবাদিকদের মার্কিন প্রেসিডেন্ট এ কথা জানান। খবর আনাদোলু এজেন্সি।

ফ্লোরিডার উদ্দেশ্যে হোয়াইট হাউস ত্যাগের পূর্বে তিনি বলেন, ‘আমরা আশা করি (যুদ্ধবিরতি) হবে এবং আমরা আশা করছি এটি আগামী সপ্তাহে কোনো এক সময়ে বাস্তবায়িত হবে।’

ট্রাম্প বলেন, তিনি আগামী সপ্তাহে ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে গাজা ও ইরান নিয়ে আলোচনা করবেন।

তিনি বলেন, ‘তিনি (বেঞ্জামিন নেতানিয়াহু) এখানে আসছেন। আমরা অনেক বিষয়ে কথা বলব। আমরা ইরানে যে দুর্দান্ত সাফল্য পেয়েছি, সে সম্পর্কে কথা বলব। আমরা গাজা নিয়েও কথা বলব।’

বেঞ্জামিন নেতানিয়াহু আগামী সপ্তাহে ওয়াশিংটন সফর নিশ্চিত করার পরই ট্রাম্প এ কথা বললেন।

মন্ত্রিসভার বৈঠকের আগে এক বিবৃতিতে বলেন নেতানিয়াহু, ‘আগামী সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্য যুক্তরাষ্ট্রে আমার রওনা দেওয়ার কথা আছে।’

নেতানিয়াহু জানান, তিনি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ, ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ এবং বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লুটনিকের সঙ্গেও বৈঠক করবেন।

তিনি বলেন, বাণিজ্য চুক্তিতে পৌঁছানোর জন্য আমাদেরকে বেশ কয়েকটি বিষয় আগে থেকেই চূড়ান্ত করতে হবে। কংগ্রেস ও সিনেট নেতাদের সঙ্গে বৈঠক এবং নিরাপত্তা সংক্রান্ত আলোচনা হবে। এছাড়া আরও কিছু বিষয় আছে। এগুলো বিস্তারিত এখন বলছি না।