November 4, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, November 4th, 2025, 3:20 pm

আগামী সপ্তাহে শেখ হাসিনার বিচারের রায় হবে: উপদেষ্টা মাহফুজ

 

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, তারা যে অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করেছিলেন, তার বাস্তবায়নের কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে। তিনি বলেন, আগামী সপ্তাহেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার প্রক্রিয়া শুরু হবে।

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

মাহফুজ আলম বলেন, আমরা যে অঙ্গীকার করেছিলাম—বিচার প্রক্রিয়া শুরু করবো, সেটি আমরা শুরু করতে পেরেছি। আগামী সপ্তাহে শেখ হাসিনার বিচার শুরু হবে এবং একটি রায় ঘোষিত হবে। এতে জুলাই শহীদ পরিবারের দীর্ঘদিনের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে।

তিনি আরও বলেন, শুধু তাই নয়, আরও অনেকের বিচার ট্রাইব্যুনালে চলমান রয়েছে। যারা ছাত্র জনতাকে হত্যায় বা গুমের ঘটনায় জড়িত ছিলেন, তাদেরও বিচারের মুখোমুখি হতে হবে। ট্রাইব্যুনালের কার্যক্রম অব্যাহত রয়েছে, এবং পরবর্তী সরকারও এ বিচার প্রক্রিয়া চালিয়ে যাবে।

সংস্কার প্রসঙ্গে মাহফুজ আলম বলেন, সংস্কার কার্যক্রমে আমরা অনেক দূর এগিয়েছি। রাজনৈতিক দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করে ঐকমত্যে পৌঁছেছে—এটি বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক অর্জন। সর্বসম্মত এই সিদ্ধান্তের মধ্য দিয়ে দেশ এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে।

তিনি আরও বলেন, জুলাই সনদ ও সংস্কার প্রক্রিয়ার ধারাবাহিকতা যদি ভবিষ্যৎ নির্বাচিত সরকার বজায় রাখতে পারে, তাহলে আমরা যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলাম—সেটি বাস্তবায়িত হবে। সেখানে ক্ষমতার ভারসাম্য থাকবে, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং গুম-খুনের মতো ভয়াবহতা অতীতের বিষয় হয়ে যাবে।

এনএনবাংলা/