September 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, September 9th, 2025, 5:50 pm

আগামী সরকারের মন্ত্রীদের জন্য ১০১ কোটি টাকার ৬০টি গাড়ি কেনার প্রস্তাব বাতিল

 

আগামী সরকারের মন্ত্রীদের জন্য ৬০টি গাড়ি কেনার প্রস্তাব বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। আজ সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. সালেহউদ্দিন আহমেদ এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, জন প্রশাসন মন্ত্রণালয় থেকে আগামী সরকারের মন্ত্রীদের জন্য ৬০টি গাড়ি কেনার প্রস্তাব আসলেও সেটি বাতিল করা হয়েছে। তবে জেলা ও উপজেলা পর্যায়ে নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তাদের জন্য প্রায় ৩০০টি গাড়ি কেনার প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ১৯ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে মিতসুবিশি পাজেরো কিউএক্স-২৪২৭ সিসি মডেলের প্রতিটি গাড়ির দাম এক কোটি ৬৯ লাখ টাকা। এসব গাড়ি কিনতে ব্যয় হবে ১০১ কোটি ৬১ লাখ টাকা। প্রস্তাবে গত ২৪ আগস্ট সম্মতি দেয় অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।

এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে নিউজ প্রকাশিত হয়। তীব্র সমালোচনার মুখে অবশেষে প্রস্তাবটি বাতিল করার কথা জানালেন অর্থ উপদেষ্টা।

এনএনবাংলা/