সীতাকুণ্ডে ভাটিয়ারী উপজেলায় স্থানীয় কাঁচাবাজারে আগুন লেগে অন্তত ৩০টি ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান স্থানীয় ব্যবসায়ীরা।
শনিবার সকাল পৌনে সাত টার দিকে উপজেলার ভাটিয়ারী উত্তর বাজার কাঁচা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ভাটিয়ারী কাঁচা বাজারে একটি লেপ তোষকের দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। পরে এলাকার লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেয়। কুমিরা ফায়ার সার্ভিস এবং বাংলাদেশ নৌবাহিনীর ফায়ার সার্ভিসের লোকজন সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো: ফিরোজ হোসেন বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। আগুনে প্রায় ৩০টির মত ছোট বড় দোকান পুড়ে গেছে।
তিনি জানান,আগুন লাগার সূত্র তাৎক্ষণিক খুঁজে পাওয়া যায়নি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।
—ইউএনবি
আরও পড়ুন
রংপুর পুলিশের পৃথক দুটি অভিযানে মাদকসহ আটক-৩, ধর্ষক গ্রেফতার করেছে র্যার ১৩
শহীদ আবু সাঈদের কবরে তিন উপাচার্যের শ্রদ্ধা নিবেদন
দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে শ্বশুর বাড়িতে মিলল জামাইয়ের ঝুলন্ত লাশ