গাজীপুর টঙ্গীতে একটি কেমিক্যাল গোডাউনে আগুন নেভাতে গিয়ে বিস্ফোরণে দগ্ধ ফায়ার সার্ভিসের সদস্য (ফায়ার ফাইটার) শামীম আহমেদ মারা গেছেন।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেন।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৩টায় রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
গতকাল সোমবার গাজীপুর জেলার টঙ্গীর সাহারা মার্কেটে একটি কেমিক্যাল গোডাউনের আগুন নেভাতে গিয়ে টঙ্গী ফায়ার স্টেশনের চারজন ফায়ার কর্মী ও কারখানার একজন কর্মচারী দগ্ধ হন।
কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দায়িত্ব পালনকালে বিস্ফোরণে শামীম আহমেদ গুরুতর দগ্ধ হন। পরে তাকে অন্যান্য আহতদের সঙ্গে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
এদিকে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগের পক্ষ থেকে জানানো হয়, জরুরি সেবা দিতে গিয়ে গত ৫৯ বছরে প্রাণ হারিয়েছেন ৪৯ জন ফায়ার ফাইটার। আগুন নেভানো ছাড়াও নৌকাডুবি এবং পানিতে পড়ে যাওয়া লোকজনকে উদ্ধার, সড়ক দুর্ঘটনা এবং লোকজনের হাতে মারধরের শিকার হয়ে তাঁরা মারা যান।
এনএনবাংলা/
আরও পড়ুন
বেবি পাউডারে ক্যান্সারের উপাদান, জনসন অ্যান্ড জনসনকে ৯৬ কোটি ডলার জরিমানা
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ৭০০ জন
পিআর পদ্ধতির নাম করে একটি দল বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা করছে-আমান