সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক:
২০০৯ থেকে ২০১৯ অর্থবছরে গড় জিডিপি প্রবৃদ্ধি ৭ শতাংশ দেখানো হলেও বাস্তবে তা ৪ দশমিক ২ শতাংশ মিলেছে বলে জানিয়েছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্য ও বিশ্বব্যাংকের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হেসেন।
‘শ্বেতপত্র এবং অতঃপর অর্থনৈতিক ব্যবস্থাপনা, সংস্কার ও জাতীয় বাজেট’ শীর্ষক সিম্পোজিয়ামে সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফরমের সহায়তায় শনিবার (১৮ জানুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানের আয়োজন করে শ্বেতপত্র প্রণয়ন কমিটি-২০২৪।
এ সময় তিনি আরো বলেন, মূল্যস্ফীতির আগুন নেভাতে গিয়ে পানির পরিবর্তে তেল ঢালা হয়েছে।
যার কারণে এটি সহনীয় পর্যায়ে আসেনি।
বিশ্বব্যাংকের সাবেক এই মুখ্য অর্থনীতিবিদ বলেন, পর্যাপ্ত বিনিয়োগের অভাব, বৈশ্বিক বিপর্যয়, ভুলনীতি এবং মহামারির পরবর্তী প্রভাব বর্তমান অর্থনৈতিক মন্দার মূল কারণ। ড. জাহিদ হোসেন আরো বলেন, বর্তমান অর্থনীতির ঝুঁকিগুলোর মধ্যে রয়েছে ক্রমবর্ধমান সরকারি ঋণ, দীর্ঘস্থায়ী মুদ্রাস্ফীতি এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ হ্রাস।
আরও পড়ুন
এক ব্যক্তি ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী নয়, একমত দলগুলো
মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহতদের খোঁজ নিতে বার্ন ইনস্টিটিউটে গেলেন প্রধান উপদেষ্টা
যুক্তরাষ্ট্র থেকে ২৫টি বোয়িং উড়োজাহাজ কিনছে সরকার