March 19, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, March 18th, 2025, 1:05 pm

আগুয়ান-৭১ এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও ইফতার মাহফিল আয়োজন 

 খুলনা, প্রতিনিধি:  রাজনীতি সচেতন সংগঠন আগুয়ান-৭১ গত ১৬ই মার্চ, ১৫ রমজান দৌলতপুরে তাদের ১১ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংগঠনিক ইফতার মাহফিলের আয়োজন করে। আগুয়ান-৭১ এর সংগঠক এল কে টফির সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আগুয়ান-৭১ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক মোঃ আব্দুল্লাহ চৌধুরী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক, রাষ্ট্রচিন্তার সদস্য সহুল আহমদ মুন্না।

বক্তব্যে আব্দুল্লাহ চৌধুরী বলেন- কেবল সামাজিক কর্মকাণ্ড দিয়ে রাষ্ট্রগঠন সম্ভব না, তরুণদের রাজনীতিতে এগিয়ে আসতে হবে। মৃতপ্রায় শিল্পনগরী খুলনার পাটকল পুনরায় চালু ও শিক্ষার্থীসহ সকল শ্রেণিপেশার মানুষের যাতায়াতের ভোগান্তি কমাতে খুলনা শহরে গণপরিবহন চালুর জন্য নতুন রাজনৈতিক শক্তি নিয়ে মাঠে নামার ঘোষণা দেন তিনি।

আগুয়ান-৭১ এর সদস্য সচিব আবিদ শান্ত ২৪ এর গণঅভ্যুত্থানকে বেহাত হওয়া থেকে রক্ষার আহ্বান জানান। তিনি বলেন- গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা হচ্ছে রাষ্ট্র সংস্কার, ফ্যাসিবাদী প্রথার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত যার জন্য প্রয়োজন গণপরিষদ নির্বাচন।

এনসিপির ফরিদুল হক বলেন- “আমি খুলনার সন্তান। আগুয়ান-৭১ এর সাথে আমার দীর্ঘ ১০ বছরের বন্ধুত্ব। রাজপথে আমরা একসাথে সংগ্রাম করেছি। আমরা একত্রে খুলনার মানুষের জন্য কাজ করতে চাই।”

সারোয়ার তুষার তার বক্তব্যে উল্লেখ করেন- “গণতান্ত্রিক রাষ্ট্রকাঠামো, গণতান্ত্রিক সংবিধান ছাড়া শুধু নির্বাচন গণতান্ত্রিক না। গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সংবিধান প্রণয়ন করাই বাংলাদেশের জনগণের রাজনীতি”

ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন আগুয়ান-৭১ এর রাশিদ শাহরিয়ার, সামসুল আরেফিন, সেলিম মোল্ল্যা, হেফাজ উদ্দিন , রেজয়ান আহমেদ, সাদমান সাকিব তুষার, পিয়াল, মোঃ সুমন, রৌফন শাম্মী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জহুরুল তানভীর, সাজিদুল ইসলাম বাপ্পি, মহরম হাসান মাহিম প্রমুখ।