January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, May 23rd, 2022, 8:00 pm

আগে গোল করেও বড় ব্যবধানে হারলো বাংলাদেশ

অনলাইন ডেস্ক :

সবশেষ এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সমান তালে লড়াই করার চেষ্টা করেছিল বাংলাদেশ। এশিয়া কাপ হকিতে এসে ছেদ পড়লো সেই ধারায়। আগে গোল করেও বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। চার বারের চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়ার কাছে আত্মসমর্পণ করেছে ৬-১ গোলে। ইন্দোনেশিয়ার জাকার্তায় সোমবার ম্যাচ শুরুর ৬ মিনিটে বাংলাদেশ এগিয়ে যায়। খোরশেদুর রহমান পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে নেন। এক গোলে পিছিয়ে থেকে আক্রমণ বাড়াতে থাকে দক্ষিণ কোরিয়া। তাতে করে আসতে থাকে একের পর এক গোল। ১৩ মিনিটে হোয়াং তাইল পেনাল্টি কর্নার থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান। ৫ মিনিট পর পেনাল্টি কর্নার থেকে ব্যবধান দ্বিগুণ করেন জ্যাং জোংহোয়াং। ২২ মিনিটে হোয়াং তাইল আক্রমণ থেকে দলকে তৃতীয় গোল উপহার দেন।৩২ মিনিটে লি লামইয়ং চতুর্থ গোল করে দলের ব্যবধান আরও বাড়িয়ে নেন। ৪৫ মিনিটে স্কোরলাইন হয় ৫-০। পেনাল্টি কর্নার থেকে ইয়াং জিহুন লক্ষ্যভেদ করেন। ৫২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে জ্যাং জংহুন গোল করে দলের বড় জয় নিশ্চিত করেছেন। লাল-সবুজ দলের দ্বিতীয় ম্যাচ ২৪ মে, প্রতিপক্ষ ওমান।