অনলাইন ডেস্ক :
ইসরাইল সোমবার রাতে গাজায় বিমান হামলা চালিয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ এ উপত্যকা থেকে আগ্নেয় বোমা হামলার পর পাল্টা জবাব দিতে সেখানে এ বিমান হামলা চালানো হয়। সামরিক বাহিনী একথা জানায়। খবর এএফপি’র।
আগ্নেয় বোমা হামলার জন্য হামাসকে দায়ী করে ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা গাজা উপত্যকা নিয়ন্ত্রণ করা এ জঙ্গি গ্রুপের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায়।
ইসরাইলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ‘রাতে আইডিএফ যুদ্ধ বিমান ব্যবহার করে হামাসের রকেট তৈরীর একটি কারখানায় এবং খান ইউনিসে হামাসের একটি সামরিক কম্পাউন্ডে হামলা চালানো হয়েছে।’
প্রত্যক্ষদর্শীরা জানান, ইসরাইলী সেনাবাহিনী গাজার উত্তরে কামান হামলাও চালিয়েছে।
ফিলিস্তিন হাসপাতাল সূত্র জানায়, এ হামলায় কোন প্রাণহানি ঘটেনি।
এদিকে দিনের প্রথম দিকে ইসরাইলি যোদ্ধারা জানায়, আগ্নেয় বেলুন হামলায় গাজা উপত্যকার নিকটবর্তী তিনটি জঙ্গলে আগুন ধরে যায়।
আরও পড়ুন
জামায়াতে আমিরের সঙ্গে একান্ত বৈঠক প্রধান উপদেষ্টার
তিব্বতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩
‘এইচএমপিভি’, নতুন ভাইরাস ছড়িয়ে পড়ছে যেভাবে