অনলাইন ডেস্ক :
পাকিস্তান দল এখন উইন্ডিজের মাটিতে টেস্ট খেলতে ব্যস্ত। প্রথম টেস্টে তারা নাটকীয়ভাবে ১ উইকেটে হেরেছে। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৪ উইকেট হারিয়ে তারা ২১২ রান তুলেছিল। কিন্তু দুটি ম্যাচেই পাকিস্তানের শুরুটা হয়েছে বাজে। প্রথম ইনিংসে পাকিস্তানের প্রথম তিন ব্যাটসম্যানের রান ছিল মাত্র ৩৭, দ্বিতীয় ইনিংসে তিনজনে মিলে করেছেন ৫৭ রান। আর দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে তারা করতে পেরেছেন মাত্র ২ রান! তাই দলের টপ অর্ডারের ওপর চটেছেন রমিজ রাজা। পাকিস্তানের এই জনপ্রিয় ধারাভাষ্যকার নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন, ‘তারা ২ রানে ৩ উইকেট হারিয়ে ফেলেছিল। আগের ম্যাচটি হেরেছে পাকিস্তান। এ কারণে এ ম্যাচে টপ অর্ডার ব্যাটসম্যানদের কাছ থেকে ভালো একটা শুরু প্রয়োজন ছিল। কিন্তু তারা সেটা দিতে পারেনি। আসলে পাকিস্তান টপ অর্ডার ব্যাটিং নিয়ে সমস্যায় আছে। আসলে পাকিস্তানের টপ অর্ডার সেখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারেনি। জ্যামাইকার উইকেটে ব্যাটিং করা সহজ নয়। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার আগে পর্যন্ত আপনি এখানে রান করতে পারবেন না।’ এরপর তিনি তোপ দাগেন অভিজ্ঞ আজহার আলীর ওপর, ‘টপ অর্ডার টেকনিক্যালি খুব বাজে খেলেছে। আজহার আলী অনেক টেস্ট খেলেছে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজে এখনো সে ক্রিজে নিজের ভারসাম্য দেখাতে পারেনি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার রিফ্লেক্সও অনেক ধীর হয়ে গেছে। সর্বশেষ ইনিংসে তাকে কিছু করতে হতো। এমন সময়ে তার ভালো ব্যাটিং পাকিস্তানের খুব প্রয়োজন। কিন্তু সে পারেনি। ওপেনাররাও তাই। তারা ভালো শুরু দিতে না পারলে পাকিস্তান কখনোই বড় টেস্ট দল হতে পারবে না।’
আরও পড়ুন
২০২৫ সালে যতগুলো ম্যাচ খেলবে বাংলাদেশ
পুলিশকে হারিয়ে জয়ে ফিরল কিংস
বিপিএলে হার দিয়ে শুরু শাকিব খানের