নতুন সময়সূচি অনুযায়ী আজ বুধবার থেকে রাত ৯টার পরও চলবে মেট্রোরেল।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) মানুষের চাহিদা অনুযায়ী বেশ রাত পর্যন্ত যাতায়াত সহজ করার লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক ২৫ মার্চ সময় বাড়ানোর বিষয়ে সাংবাদিকদের বলেন।
নতুন সময়সূচি অনুযায়ী, উত্তরা থেকে শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ২০ মিনিটে এবং মতিঝিল থেকে ছাড়বে রাত ৯টা ৪০ মিনিটে। এই অতিরিক্ত পরিষেবায় প্রতি ১২ মিনিট অন্তর ট্রেন চলবে এবং বর্তমান সময়সূচিতে আরও ১০টি ট্রেনের যাতায়াত যুক্ত হবে। এতে, দৈনিক ভ্রমণের মোট সংখ্যা ১৮৪ থেকে ১৯৪ এ বৃদ্ধি পাবে।
উল্লেখ্য, এতদিন ট্রেন সকাল ৭টা থেকে শুরু করে রাত ৮টা ৪০ পর্যন্ত চলাচল করেছে। পিক আওয়ার অর্থাৎ সকাল ৭টা থেকে বেলা সাড়ে ১১টা ও দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রতি ৮ মিনিটে এবং অফ-পিক আওয়ারে অর্থাৎ বেলা ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত প্রতি ১২ মিনিটে ট্রেন চলাচল করেছে।
—–ইউএনবি
আরও পড়ুন
ইবি’র দুই বিভাগে নতুন সভাপতি নিয়োগ
কালীগঞ্জে নির্বাচন অফিসে তরুণ ভোটারদের ভিড়
কমলগঞ্জে পৌর বণিক সমিতির নির্বাচনের দাবিতে মানববন্ধন