December 28, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, September 1st, 2021, 12:45 pm

আজ বিএনপির ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। গ্রহণযোগ্য নেতৃত্বের অভাবেই সঙ্কটে পড়েছে দলটি। এমন মূল্যায়ন বিএনপি প্রতিষ্ঠার কারিগরদের। যদিও তারা এখন সাবেক। আর, বর্তমান নেতাদের দাবি, গণতন্ত্র ফিরিয়ে আনাই বিএনপির বড় চ্যালেঞ্জ।

১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে খুন হওয়ার পর অভ্যুত্থান-পাল্টা অভ্যুত্থানের মধ্যে সামরিক শাসন জারি করেক্ষমতায় সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান।

রাজনৈতিক ভিত্তি পেতে প্রথমে জাগদল এবং পরে ১৯৭৮ সালের পয়লা সেপ্টেম্বর প্রতিষ্ঠা করেন বিএনপি বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল।