নিজস্ব প্রতিবেদক:
বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। গ্রহণযোগ্য নেতৃত্বের অভাবেই সঙ্কটে পড়েছে দলটি। এমন মূল্যায়ন বিএনপি প্রতিষ্ঠার কারিগরদের। যদিও তারা এখন সাবেক। আর, বর্তমান নেতাদের দাবি, গণতন্ত্র ফিরিয়ে আনাই বিএনপির বড় চ্যালেঞ্জ।
১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে খুন হওয়ার পর অভ্যুত্থান-পাল্টা অভ্যুত্থানের মধ্যে সামরিক শাসন জারি করেক্ষমতায় সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান।
রাজনৈতিক ভিত্তি পেতে প্রথমে জাগদল এবং পরে ১৯৭৮ সালের পয়লা সেপ্টেম্বর প্রতিষ্ঠা করেন বিএনপি বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল।
আরও পড়ুন
শুধু সংস্কার ও নির্বাচন প্রশ্নে নয়, বাংলাদেশের ভবিষ্যতের জন্যও প্রয়োজন ঐক্য
ডেঙ্গুতে এক দিনে মারা গেছেন আরও ৪ জন
দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক সতর্কতামূলক ব্যবস্থা দুর্যোগের ক্ষতি থেকে বাঁচার সহায়ক