খুলনা জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল মান্নানকে তার বাসা থেকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার ৪৮ ঘণ্টা পরও নিখোঁজ রয়েছেন বলে শুক্রবার অভিযোগ করেন তার পরিবার।
তার ভাগ্নি মুন্নি খাতুন জানান, বুধবার দুপুরে নগরীর নিরালা আবাসিক এলাকার ভাড়া বাসা থেকে সাদা পোশাকে কয়েকজন লোক তাকে তুলে নিয়ে যায়।
তিনি বলেন, ‘বুধবার দুপুরে নিরালা ভাড়া বাসায় সাদা পোশাকে ৮ জন ব্যক্তি প্রবেশ করেন। তাদের সবার কাছেই অস্ত্র ছিল। তারা তাকে তুলে নিয়ে যান। জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হবে বলে জানান। এরপর থেকে মামার কোনো খোঁজখবর পাচ্ছি না।’
খুলনা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক গাজী শহিদুল ইসলাম বলেন, এদিকে মান্নানের পরিবারের সদস্য ও ছাত্রদল নেতারা তার খোঁজে খুলনার বিভিন্ন থানা ও ডিবি কার্যালয়ে যান।
তিনি বলেন, ‘অবরোধের আগে ও পরে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের ৭-৮ ঘণ্টার মধ্যে আদালতে পাঠানো হয়েছে। কিন্তু ৪৮ ঘণ্টায়ও জেলা সভাপতিকে আদালতে না পাঠানোয় আমরা উদ্বিগ্ন।’
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন জানান, আব্দুল মান্নান নামে কাউকে গ্রেপ্তার করা হয়নি।
খুলনার উপ-পুলিশ কমিশনার (ডিবি) বিএম নুরুজ্জামানও একই তথ্য জানিয়েছেন।
—-ইউএনবি
আরও পড়ুন
পিএসসির তিন সদস্য নিয়োগ নিয়ে জামায়াতের আপত্তি
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
‘রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে আ.লীগের প্রেতাত্মারা এখনো বহাল’