রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন বলেছেন, প্রায় ৮ মাস বন্ধ থাকার পর আগামী ১ আগস্ট থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রেল রুটে ট্রেন চলাচল শুরু হবে।
তিনি বলেন, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের সঙ্গে সমন্বয়হীনতার কারণে ডুয়েল গেজ লাইন নির্মাণে কিছুটা বিলম্ব হয়েছে।
মঙ্গলবার (২৫ জুলাই) সকালে ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল রেললাইন ও পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের কাজ পরিদর্শন শেষে চাষাঢ়া রেলস্টেশনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সামগ্রিক প্রকল্পটি ত্বরান্বিত করতে ডুয়েল গেজ সিঙ্গেল লাইনকে বর্তমানে ডাবল লাইন ওয়ানে উন্নীত করা হচ্ছে। এছাড়া দ্রুত অগ্রগতি নিশ্চিত করতে উভয় প্রকল্পের কাজ একযোগে করা হচ্ছে।
তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী বছরের জুনের মধ্যে নির্ধারিত সময়সীমার মধ্যে ডুয়েল গেজ ডাবল লাইনের কাজ শেষ হবে।
এছাড়া ২০২৪ সালের মধ্যে পদ্মা সেতুর রেললাইনের কাজ শেষ হবে বলে জানান রেলমন্ত্রী।
তিনি বলেন, কমলাপুর থেকে ভাঙ্গা পর্যন্ত ট্রেন চলাচলের ট্রায়াল রান সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে শুরু হবে।
এরপর প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন।
ঢাকা-নারায়ণগঞ্জ রুট ও পদ্মা সেতু প্রকল্প ছাড়াও মন্ত্রী খুলনা থেকে মোংলা ও চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত একটি বড় প্রকল্পের পরিকল্পনার কথা জানান।
গত বছর বাংলাদেশ রেলওয়ে ঘোষণা করেছিল, নারায়ণগঞ্জের ওপর পদ্মা সেতু রেললাইন প্রকল্পের কাজের কারণে ৪ ডিসেম্বর থেকে ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেন পরিষেবা ৩ মাসের জন্য বন্ধ থাকবে।
—-ইউএনবি
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন