তালেবান বাহিনী কাবুল দখলের পর আতঙ্কে ভুগছেন আফগানিস্তানের সংস্কৃতি কর্মীরা। বেশিরভাগ শিল্পী ও কলাকুশলীরা জীবন বাঁচাতে ঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন৷প্রাচীন গ্রীক, বৌদ্ধ আর মুসলিম সাংস্কৃতিক ঐতিহ্যের এক অনন্য নিদর্শন আফগানিস্তান। পশতুন, তাজিক, হাজারাসহ অন্যান্য জাতির নিজস্ব বর্ণীল সব লোকজ সাংস্কৃতিক নিদর্শন ধারণ করা এই দেশের সংস্কৃতি কর্মীরা এখন পলাতক জীবন কাটাচ্ছেন। সন্তুর, স্যান্ড রাবাব, তবলার সংগতে আত্তান নৃত্যকলা হয়ত আর উন্মাতাল করবেনা আফগানবাসীকে। প্রথমবার ক্ষমতা দখলের পর তালেবানদের হাতে ধ্বংস হয়েছিল প্রায় তিন হাজার ঐতিহাসিক শিল্পকর্ম। ২০০১ সালে তালেবানদের পতনের পরে গত বিশ বছরে চলচ্চিত্র, সংগীত, নৃত্যকলা, ফ্যাশন, চিত্রকলা সহ সৃষ্টিশীল সব ক্ষেত্রেই এগিয়ে যাচ্ছিল আফগান শিল্পীরা। বিশেষ করে শর্টফিল্ম নির্মানে মেধার পরিচয় দিচ্ছিলেন দেশটির শিল্পী ও নির্মাতারা। তালেবানদের পুনরুত্থানের পর আফগান সাংস্কৃতিক কর্মীদের বেশিরভাগই এখন জীবন বাচাতে পালিয়ে বেড়াচ্ছেন। বিভিন্ন দেশের দুতাবাস গুলোতে যোগাযোগ করছেন আশ্রয়ের জন্য। প্রিয় মাতৃভূমিকে কারাগার হওয়া থেকে রক্ষা করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্ববান জানিয়েছেন দেশটির সৃষ্টিশীল মানুষেরা।
আরও পড়ুন
বছরের শেষ পুরস্কার উঠলো যাদের হাতে
সৎ থাকুন, সময় পরিবর্তন হবে : তানজিন তিশা
ফিরে দেখা ২০২৪, হলিউডের যে ১০ সিনেমা গড়েছে আয়ের রেকর্ড