সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানকে উদ্দেশ্য করে আদালতের উৎসুক জনতা ‘চোরা সালমান, চোরা সালমান’ বলে দুয়োধ্বনি দিতে থাকেন।
তাকে উদ্দেশ্য করে তারা বলেন, এই চোর সালমান, চোরা সালমান দেশটাকে শেষ করে দিয়েছে। টাকা পয়সা গিইলা খাইছে।
এদিন বুকে বুলেটপ্রুফ জ্যাকেট, হাতে হাতকড়া ও মাথায় হেলমেট পরিয়ে আদালতে হাজির করা হয় সালমান এফ রহমানকে। আদালতে বিচারিক কার্যক্রম চলাকালীন পুরো সময় নিশ্চুপ ছিলেন সালমান এফ রহমান। শুনানি শেষে মোহাম্মদপুর থানার শাহরিয়া হোসেন রোকন হত্যাচেষ্টা মামলায় সালমান এফ রহমানকে গ্রেপ্তার দেখান আদালত।
আইএফআইসি ব্যাংক থেকে ঋণ নিয়ে অর্থ আত্মসাতের ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদন মঞ্জুর করে তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। সালমান এফ রহমানের বিরুদ্ধে দুর্নীতির বিস্তর অভিযোগ আসে দুর্নীতি দমন কমিশনে। অভিযোগ আমলে নিয়ে টাস্কফোর্স গঠন করে বেক্সিমকো গ্রুপের এই চেয়ারম্যানসহ তার পরিবারের বিরুদ্ধে একাধিক মামলা করে সংস্থাটি।
এরপর সালমান এফ রহমানের বিরুদ্ধে ভুয়া প্রতিষ্ঠান খুলে আইএফআইসি ব্যাংক থেকে ১১০০ কোটি টাকার বেশি আত্মসাতের প্রমাণ পায় দুদক। এ ঘটনায় সালমান এফ রহমান, তার ছেলে, সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামানসহ ৩৮ জনের বিরুদ্ধে দুটি মামলা করেছে সংস্থাটি।
মামলাগুলোর মধ্যে মোহাম্মদপুর থানার শাহরিয়া হোসেন রোকন হত্যাচেষ্টা মামলায় আনিসুল, সালমান, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, আতিকুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। এছাড়া মুগদা থানায় আইনজীবী আব্দুল আছেত শামীম ও মোহাম্মদপুর থানার শাহরীয়া হোসেন রোকন হত্যাচেষ্টা মামলায় সাদেক খানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
আরও পড়ুন
৬ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৬৪ জন: আইএসপিআর
মাইলস্টোনে বিমান বিধ্বস্তে নিহত ১৯, আহত ৫০: ফায়ার সার্ভিস
বিমান বিধ্বস্তের ঘটনায় আহত এক শিক্ষার্থীর ঢাকা মেডিকেলে মৃত্যু