আদালতে সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর জন্য স্যান্ডউইচ ও ড্রাই ফুড আনার অনুমতি পাননি তার আইনজীবী। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি চলাকালে এ ঘটনা ঘটে।
শুনানির সময় আমুর আইনজীবী মহসিন রেজা তাকে খাবার দেওয়ার অনুমতি চান। তিনি আদালতকে জানান, আমুকে এক ঘণ্টা পর পর খাবার খেতে হয় এবং এজন্য তার পছন্দের স্যান্ডউইচ ও ড্রাই ফুড আনা হয়েছে। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক এ বিষয়ে আপত্তি জানান। শেষ পর্যন্ত আদালত আসামিকে খাবার দেওয়ার আবেদন নাকচ করে দেন।
মহসিন রেজা বলেন, ‘আসামি একজন প্রবীণ মানুষ। নানা অসুখে ভুগছেন। এজন্য তাকে নিয়মিত খাবার খেতে হয়।’
এর আগে সকালে কারাগার থেকে আমুসহ সাতজন আসামিকে আদালতে আনা হয়। তারা হলেন— সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমন, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, আনিসুল হক, আব্দুর রাজ্জাক এবং যাত্রাবাড়ী-৫ আসনের সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু।
সকাল ৯টা ৫০ মিনিটে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আসামিদের আদালতের এজলাসে হাজির করা হয়। এসময় তাদের হাতে হাতকড়া, মাথায় হেলমেট ও বুকে বুলেটপ্রুফ জ্যাকেট ছিল। শুনানি শেষে সকাল সোয়া ১০টার দিকে আবারও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাদের আদালতের হাজতখানায় নেওয়া হয়।
উল্লেখ্য, জুলাই আন্দোলনকে কেন্দ্র করে যাত্রাবাড়ীতে মো. রিয়াজ (৩৫) নামে এক শ্রমিক নিহতের ঘটনায় দায়ের করা মামলার শুনানি চলছিল।
এনএনবাংলা/

আরও পড়ুন
আবারও উপস্থাপনায় তাহসান
ফিলিপাইনে টাইফুন কালমেগির তাণ্ডবে ২৬ জনের মৃত্যু
নিজাম হাজারীর স্ত্রীর ৪৫ কোটি টাকার অবৈধ সম্পদ, মামলা করলো দুদক