অনলাইন ডেস্ক :
বলিউড অভিনেতা আদিত্য রয় কাপুর। যিনি ‘আশিকি ২’ সিনেমা দিয়ে আত্মপ্রকাশ করেন। মন জয় করে নেন ভক্তদের। এবার আসছে তার অ্যাকশন-থ্রিলার ছবি ‘ওম: দ্য ব্যাটেল উইইন’। এ ছবিতে আদিত্যের সঙ্গে আছেন সঞ্জনা সাঙ্ঘি। সিনেমাটির ঘোষণা দেওয়ার পর থেকে ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন। নির্মাতা জি স্টুডিওস এবং আহমেদ খান কয়েক মাস আগে আদিত্যের রুক্ষ চেহারার একটি আভাস দিয়েছিলেন। ২৮ এপ্রিল ট্রেলারটি প্রকাশ হয়েছে। সিনেমাটিতে আদিত্য প্রথমবারের মতো একজন সৈনিকের ভূমিকায় অভিনয় করছেন। আদিত্য বলিউড হাঙ্গামাকে তার শুটিংয়ের দিনগুলো এবং কঠোর ব্যায়াম সম্পর্কে জানিয়েছেন। তার ভাষ্য, ‘এটি একটি অবিশ্বাস্য যাত্রা ছিল এবং আমার সমস্ত ভক্তদের সাথে সিনেমাটির ট্রেলার শেয়ার করতে পেরে অনেক আনন্দিত। এটি এমন একটি প্রচেষ্টা যা চ্যালেঞ্জিং ছিল। এর জন্য আমার পরিচালক এবং প্রযোজকদের ধন্যবাদ জানাই। আমি আশা করি আমার ভক্তদের ভালো লাগবে।’ পরিচালক কপিল ভার্মা বলেছেন, ‘হিন্দি চলচ্চিত্রের জগতে এটি আমার প্রথম উদ্যোগ। আমার প্রথম কাজ এবং এটি এখন পর্যন্ত একটি অবিশ্বাস্য যাত্রা। আশা করছি সবার সিনেমাটি ভালো লাগবে।’ সিনেমাটি চলতি বছরের ১ জুলাই মুক্তি পাবে।
আরও পড়ুন
আবারও মুক্তি পেলো ‘কাহো না পেয়ার হ্যায়’ ছবিটি
‘সন্দেহের ছায়ায়’ উত্তাপ ছড়ালেন জয়া
তাহসান-রোজার মধুচন্দ্রিমার ছবি-ভিডিও ভাইরাল!