December 19, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, December 9th, 2025, 7:07 pm

আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় কালীগঞ্জের কৃষিক্ষেতে কাকতাড়ুয়ার ব্যবহার কমছে

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ

দেশের বিভিন্ন অঞ্চলে ফসলি জমিতে কাকতাড়ুয়া (Scarecrow) ব্যবহার দিন দিন কমে যাচ্ছে। একই অবস্থা লক্ষ্য করা গেছে গাজীপুরের কালীগঞ্জের বিভিন্ন ধরনের কৃষিক্ষেতে। একসময় ধানক্ষেত, সবজিক্ষেত কিংবা শস্যভ‚মিতে পাখির আক্রমণ ঠেকাতে কাকতাড়ুয়া ছিল কৃষকের প্রধান হাতিয়ার। এখন আধুনিক প্রযুক্তির কারণে এ ঐতিহ্যবাহী পদ্ধতি হারিয়ে যাচ্ছে বলে জানায় স্থানীয় কৃষকরা।

গাজীপুরের কালীগঞ্জের বিভিন্ন এলাকায় একসময় ধান ও সবজি ক্ষেতে কাকতাড়ুয়ার দাপট ছিল চোখে পড়ার মতো। কিন্তু এখন সেই দৃশ্য অনেকটাই কমে গেছে। পাখির উপদ্রব ঠেকাতে কৃষকের ঐতিহ্যবাহী এই পদ্ধতির স্থান দখল করছে আধুনিক প্রযুক্তির যন্ত্রপাতি।

সরেজমিনে উপজেলার বিভিন্ন অঞ্চলের কৃষকের কাছে জানতে চাইলে তারা বলেন, ফসল রক্ষায় বাঁশ, পুরোনো কাপড়, নারকেল পাতা ও টিনের টুকরা, মাটির পাতিলে চুন ব্যবহার করে এবং নারকেল পাতার সাহায্যে তৈরি কাকতাড়–য়া বানানো হতো। যা হাওয়ায় দুলে শব্দ তৈরি হতো, নড়াচড়া তৈরি করায় পাখিদের দূরে রাখত ও ক্ষেত নিরাপদ থাকত। এখন উন্নত প্রযুক্তির কারনে অনেকেই কাকতাড়–য়া বানাতে আগ্রহ হারিয়ে ফেলেছেন। তবে আধুনিক যন্ত্রপাতির সুবিধা থাকলেও কাকতাড়ুয়ার ব্যবহার এখনো পুরোপুরি বন্ধ হয়ে যায় নি।

উপজেলার তুমলিয়া ইউনিয়নের কৃষক নুরুল ইসলাম কাজী বলেন, কাকতাড়ুয়ার পরিবর্তে এখন সৌরচালিত সাউন্ড ডিভাইস, প্রতিফলিত ফিতা, আলোর ঝিলিক ব্যবহার করা হচ্ছে। এগুলো দূর থেকে পাখি শনাক্ত করে শব্দ বা আলো দিয়ে তাড়িয়ে দেয়। পাখির আক্রমণ ঠেকাতে কৃষকের দীর্ঘদিনের ভরসা এই ঐতিহ্যবাহী পদ্ধতি ক্রমেই জায়গা হারাচ্ছে আধুনিক যন্ত্রের কাছে।

উপজেলায় মাঠ পর্যায়ে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তা সাইদুর রহমান ও নাছরিন সুলতানা বলেন, সকল প্রকার পাখি ফসলের ক্ষতি করে না। কাকতাড়ুয়া এখনও অনেক কৃষকরা ব্যবহার করে থাকেন। তবে আধুনিক যন্ত্রের কার্যকারিতা বেশি হওয়ায় এর ব্যবহার কমে গেছে। তারপরও ঐতিহ্য ধরে রাখতে অনেকেই কাকতাড়ুয়া বানাচ্ছেন। অনেক কৃষক এখনও সামান্য খরচে কাকতাড়ুয়া স্থাপন করে ফসল রক্ষা করছে। বিশেষ করে গরিব ও প্রান্তিক চাষিদের ক্ষেতেই এই ঐতিহ্য এখনো টিকে আছে।

গাজীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ রফিকুল ইসলাম খান মুঠোফোনে “নয়া দিগন্তকে” বলেন, কাকতাড়ুয়া পরিবেশবান্ধব হলেও এর কার্যকারিতা আগের মতো এখন আর নেই। কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে এর চাহিদা কমে গেছে। শষ্য জাতীয় ফসলের জমিতে নানারকম কীটনাশক ব্যবহার, সমন্বিত বালাই ব্যবস্থাপনা গ্রহন, উত্তম কৃষি চর্চা অনুসরণ করা, আধুনিক বালাই সহনশীল জাতের আবাদ ও আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের ফলে পোকার আক্রমন কম হচ্ছে। পোকা কম থাকলে পাখিও কম আসে। ফলে সনাতন এই কাকতাড়ুয়ার কার্যকারিতা কম। তাই পাখি তাড়াতে সনাতন পদ্ধতি কাকতাড়–য়ার ব্যবহার দিন দিন কমে যাচ্ছে। তবে যুগের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে ‘স্মার্ট কাকতাড়ুয়া’ উদ্ভাবনের প্রয়োজন রয়েছে।

কাজী মোহাম্মদ ওমর ফারুক