Saturday, January 3rd, 2026, 2:58 pm

আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়নপত্র বাতিল

 

জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনের রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম বিভাগের কমিশনার মো. জিয়াউদ্দীন এ সিদ্ধান্তের কথা জানান।

রিটার্নিং কার্যালয় সূত্রে জানা গেছে, হলফনামার সঙ্গে দাখিল করা দলীয় মনোনয়নপত্রে থাকা স্বাক্ষরের সঙ্গে নির্বাচন কমিশন থেকে প্রেরিত দলীয় মনোনয়নপত্রের স্বাক্ষরের মিল পাওয়া যায়নি। এ স্বাক্ষর গরমিলের কারণেই আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়নপত্র বাতিল করা হয়।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের নির্বাহী হাকিম হেদায়েত উল্যাহ বলেন, আনিসুল ইসলাম মাহমুদ যে দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন, সেখানে থাকা স্বাক্ষর নির্বাচন কমিশনের পাঠানো দলীয় মনোনয়নপত্রের স্বাক্ষরের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। ফলে তার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, চট্টগ্রাম-৫ আসনে মোট ১২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এ আসনে বিএনপির প্রার্থী ও দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

এনএনবাংলা/পিএইচ