December 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, September 2nd, 2022, 8:23 pm

আন্তর্জাতিক আর্থ সায়েন্স অলিম্পিয়াডে পদক জয় করলো বাংলাদেশ

অনলাইন ডেস্ক :

ইতালিতে আয়োজিত ১৫তম আন্তর্জাতিক আর্থ সায়েন্স অলিম্পিয়াড ২০২২-এ বাংলাদেশ দল আটটি পদক জিতেছে। চলতি বছর সারা দেশ থেকে এক হাজার শিক্ষার্থী বেশ কয়েকটি আঞ্চলিক এবং জাতীয় প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। তাদের মধ্য থেকে শীর্ষ আটজন জাতীয় দলে খেলার সুযোগ পায়। এই আটজনের মধ্যে নটর ডেম কলেজের সৌম্য সাহা, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের সাবিত ইবতিসাম আনান, ঢাকা ইম্পেরিয়াল কলেজের এম এস মোত্তাকিন তাশিন, ঢাকা কলেজের সৈয়দ ইফতেখার সালাম দীপ্ত, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের আবরার আজিম হৃতেক এবং রাজশাহী কলেজের ফাইজা ইসলাম আন্তর্জাতিক আর্থ সায়েন্স অলিম্পিয়াডে ব্রোঞ্জ পদক অর্জন করে।