অনলাইন ডেস্ক :
জিম্বাবুয়ের ক্রিকেটে একটি দুঃসংবাদ। আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছেন জিম্বাবুয়ের টেস্ট অধিনায়ক শন উইলিয়ামস। তার এই সরে দাঁড়ানোকে ‘অবসর’ বলা যায় না। কারণ তিনি অবসর নেননি। অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছেন। ভবিষ্যতে আবারও জিম্বাবুয়ের জার্সিতে সাদা বলের ক্রিকেটে মাঠে নামার ইচ্ছাটাও তার আছে। আগামী মাসে টি-টোয়েন্টি সিরিজ খেলতে আয়ারল্যান্ড আর স্কটল্যান্ড যাবে জিম্বাবুয়ে দল। এর আগেই উইলিয়ামস নির্বাচকদের বলেছিলেন তাকে দলে না রাখার জন্য। টি-টোয়েন্টি সিরিজ না খেলতে চাইলেও আয়ারল্যান্ডে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটা খেলতে চেয়েছিলেন। পরবর্তীতে তিনি জানান যে, এই সফরের পরপরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নেবেন। ২০০৫ সালে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে জিম্বাবুয়ের হয়ে অভিষেক হয়েছিল শন উইলিয়ামসের। ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার এখন পর্যন্ত ১৪টি টেস্ট, ১৩৬টি ওয়ানডে ও ৪৭টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক খেলেছেন। টেস্ট তার গড় ৪১.৩৬। আছে ৪টি সেঞ্চুরি আর ৩টি হাফ সেঞ্চুরি। ওয়ানডেতে ৩২ ফিফটিতে ৩৯৫৮ আর টি-টোয়েন্টিতে করেছেন ৯৪৫ রান।
আরও পড়ুন
শততম ম্যাচ উদযাপনে নেমে ইনজুরি, কাঁদতে কাঁদতে মাঠ ছাড়লেন নেইমার
নাসির-তামিমার মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ, ২৮ এপ্রিল আত্মপক্ষ সমর্থন
রিশাদের দখলে ‘ফজল মাহমুদ’ ক্যাপ, যা বলছেন অধিনায়ক আফ্রিদি