December 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, December 9th, 2024, 7:56 pm

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদ্যাপিত

আব্দুর রহমান মিন্টু, রংপুরে:
দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্যে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে রংপুরে ‘আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৪’ উদ্যাপিত হয়েছে। সোমবার (৯ই ডিসেম্বর) দিবসটি উপলক্ষ্যে রংপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। রংপুর জেলাপ্রশাসন ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয় এই আলোচনাসভার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুরের বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুরের জেলাপ্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল।

প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, দুর্নীতি আমাদের সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে পড়েছে, যা বৈষম্য সৃষ্টির মূল কারণ। বৈষম্য দূর করতে হলে আমাদের মানসিকতা ও আচরণে পরিবর্তন আনতে হবে। দুর্নীতিবাজ মানুষ সমাজের রীতি-নীতির পরিপন্থি কাজে নিজেকে জড়িয়ে ফেলে এবং পুরো রাষ্ট্রীয় ব্যবস্থাকে কলুষিত করে। মানুষ পরিবার থেকে প্রথম রীতি-নীতির শিক্ষা পায়। আর পরিবারের অভিভাবকেরা যদি দুর্নীতির আশ্রয় গ্রহণ করে, তবে সন্তানেরাও দুর্নীতি দ্বারা প্রভাবিত হয়। তিনি আরও বলেন, অসাম্প্রদায়িক চেতনা এবং সমতার ভিত্তিতে একটি বৈষম্যহীন সমাজ গড়ে তোলার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। জুলাই বিপ্লবে নতুন প্রজন্মের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, জুলাই বিপ্লবে নতুন প্রজন্ম যে সাহসিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে, তা আমাদের দুর্নীতি মুক্ত ও বৈষম্যহীন ভবিষ্যৎ গড়ার আশা জাগায়। তিনি দুর্নীতি মুক্ত ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সকলকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান।

আলোচনাসভায় আরও বক্তব্য প্রদান করেন বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মজিদ আলী, দুর্নীতি দমন কমিশনের বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোঃ তালেবুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন, দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ শাওন মিয়া, সচেতন নাগরিক কমিটির সভাপতি ড. শাশ্বত ভট্টাচার্য প্রমুখ।
আলোচনাসভায় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, সচেতন নাগরিক কমিটির সদস্য ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে ‘আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৪’ উদ্যাপন উপলক্ষ্যে রংপুর পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়।