২৫ নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবসে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়এবং লোকাল কনসাল্টেটিভ গ্রুপ অন উইমেন্স অ্যাড ভান্সমেন্ট অ্যান্ড জেন্ডারই কোয়ালিটি যৌথভাবে একটি জাতীয় পর্যায়ের ভার্চুয়্যাল ডায়লগ আয়োজন করে।
এই জাতীয় পর্যায়ের আলোচনা সভাটি দুইটি পর্বে বিভক্ত ছিলো। প্রথমপর্বে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসাইন্দিরা, এমপি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে ১৬ দিনব্যাপী কর্মসূচীর শুভউদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএন রেসিডেন্ট কো-অর্ডিনেটরমিয়া সেপো এবং বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত মান্যবর উইনি এস্ট্রাপ পিটার্সন। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিতসচিব জনাব মোঃসায়েদুল ইসলাম এবং সঞ্চালনা করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং নারীনির্যাতন প্রতিরোধকল্পে মাল্টি সেক্টরাল প্রোগ্রাম (MSPVAW)-এরপ্রকল্প পরিচালক জনাব এ. কে. এম. শামীম আক্তার।
–প্রেস বিজ্ঞপ্তি
আরও পড়ুন
জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশনের আহবায়ক ইকবাল, সদস্য সচিব মোস্তাফিজ
বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম সম্মাননা পেলেন শামছুল আলম
চাকরি হারাতে পারেন ৫৪ লাখ বাংলাদেশি