অনলাইন ডেস্ক :
ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ মুহূর্তের গোলে বিশ্বকাপ বাছাই পর্বে আয়ারল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে পর্তুগাল। ইরানের আলি দাইকে সরিয়ে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের মালিক এখন রোনালদো।
বিশ্বকাপ বাছাইয়ে ‘এ’ গ্রুপের ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি পর্তুগাল। অধিনায়ক রোনালদোর সামনে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা হবার হাতছানি।
ইরানের আলি দাইকে সরানোর সুযোগটা আসে ম্যাচের শুরুতেই। ডি-বক্সে ফাউলের শিকার ব্রুনো ফার্নান্দেস। পেনাল্টি পায় পর্তুগাল। কিন্তু রোনালদোর দূর্বল স্পটকিক ঠেকিয়ে দেন আইরিশ গোলরক্ষক। জাতীয় দলের হয়ে সবশেষ নেয়া সাত পেনাল্টিতে প্রথম ব্যর্থ সিআরসেভেন।
আরও পড়ুন
মোহামেডানকে হারালো আবাহনী দুই বছর পর
৪৫ ছক্কায় দিন পার, তামিমের চাওয়া ‘বড় বাউন্ডারি’
ওয়েস্ট ইন্ডিজ সফরের দল ঘোষণা করল বাংলাদেশ