অমর একুশ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। একইসঙ্গে বন্ধ রয়েছে বন্দরের অভ্যন্তর পানামা পোর্টে পণ্য উঠা-নামাসহ সব কার্যক্রম।
সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই কার্যক্রম বন্ধ থাকবে।
বিষয়টি নিশ্চিত করে বাংলা হিলি কাস্টমস সি অ্যান্ড এফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রহমান লিটন জানান, সোমবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশ ফেব্রুয়ারি উদযাপন করা হচ্ছে। সারা বিশ্বেও দিবসটি পালিত হচ্ছে। এই উপলক্ষে বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ীরা আজ হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। ফলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই বন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি, বন্দরের অভ্যন্তরে পণ্য উঠা-নামাসহ কার্যক্রম বন্ধ থাকবে।
মঙ্গলবার থেকে পুনরায় বন্দরের সব কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি।
—ইউএনবি
আরও পড়ুন
ডেঙ্গুতে আরও ২ জনের প্রাণহানি, হাসপাতালে ভর্তি ৬২৫
মোহাম্মদপুরে ছিনতাইকারী সন্দেহে আবারও গণপিটুনি, দুই তরুণের মৃত্যু
পূবালী ব্যাংকে শেখ হাসিনার লকারের সন্ধান, জব্দ করল এনবিআর