December 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, August 15th, 2024, 8:42 pm

আন্দোলনের সময় যারা ছাত্র-মানুষ হত্যা করেছে তাদের শাস্তি হবে: উপদেষ্টা নাহিদ

অনলাইন ডেস্ক :

সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা নাহিদ হাসান বলেছেন, যারা শিক্ষার্থী ও সাধারণ মানুষকে গুলি করে হত্যা করেছে তাদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে।

শিক্ষার্থীদের নেতৃত্বে আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত ইকরামুল হক সাজিদের জানাজায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাজিদ গত ৪ আগস্ট টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বিলটুকদী গ্রামে গুলিবিদ্ধ হন এবং ১৪ আগস্ট ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

শেষকৃত্যে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, সাজিদের আত্মত্যাগ নতুন স্বাধীনতা এনেছে এবং বাংলাদেশের মানুষ সাজিদের মতো মানুষের সাহসিকতা কখনও ভুলবে না, যারা দেশের জন্য শহীদ হয়েছেন।

এখন থেকে সাজিদের পরিবারের পুরো দায়িত্ব নেবেন বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

এ সময় ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, ওসি হাবিবুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি এসএম সোবহান প্রমুখ উপস্থিত ছিলেন।