November 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, November 10th, 2025, 9:50 pm

আন্দোলন স্থগিত করে শ্রেণিকক্ষে ফিরছেন প্রাথমিক শিক্ষকরা

 

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বেতন কাঠামোর ১১তম গ্রেড বাস্তবায়নের নিশ্চয়তা পাওয়ায় সব ধরনের আন্দোলন কর্মসূচি স্থগিত করেছেন। আগামীকাল (মঙ্গলবার) থেকে শিক্ষকরা আবার শ্রেণিকক্ষে ফিরে যাবেন।

সোমবার (১০ নভেম্বর) সচিবালয়ে অর্থ সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানের সঙ্গে বৈঠকের পর শিক্ষক নেতারা কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন।

প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক খায়রুন নাহার লিপি সাংবাদিকদের বলেন, “আমাদের দাবি দশম গ্রেড হলেও, অর্থ মন্ত্রণালয় আমাদের জন্য ১১তম গ্রেড বাস্তবায়নের নিশ্চয়তা দিয়েছে। তাদের প্রতি আস্থা রেখে আমরা আগামীকাল থেকে সমস্ত কর্মসূচি প্রত্যাহার করছি।”

সহকারী শিক্ষকরা বর্তমানে ১৩তম গ্রেডে বেতন পাচ্ছেন। তবে তারা দশম গ্রেডসহ তিন দফা দাবিতে গত শনিবার (৮ নভেম্বর) থেকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালাচ্ছিলেন। পুলিশি বাধার পর রোববার (৯ নভেম্বর) থেকে সারাদেশে একযোগে কর্মবিরতি চলছিল।

এনএনবাংলা/