October 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, September 27th, 2025, 7:14 pm

আপনার বোনকে বিহারে আনুন, আমরাই তাকে বাংলাদেশে পাঠাবো, মোদিকে ওয়াইসি

ভারতের বিহার রাজ্যে আসন্ন অক্টোবর-নভেম্বর মাসের বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ক্রমেই বাড়ছে। এই উত্তাপে নতুন মাত্রা যোগ করেছে “বাংলাদেশি অনুপ্রবেশকারী” প্রসঙ্গ।

সম্প্রতি এক জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভিযোগ করেন, কংগ্রেস ও রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) বিহারে “বাংলাদেশি অনুপ্রবেশকারীদের” আশ্রয় দিচ্ছে। তাঁর দাবি, এর ফলে জনসংখ্যার ভারসাম্যে পরিবর্তন ঘটছে এবং নারীদের নিরাপত্তার ওপরও নেতিবাচক প্রভাব পড়ছে।

মোদির এই বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। তিনি পাল্টা জবাবে বলেন, “বিহারে বাংলাদেশি নেই, বিশেষ করে সীমাঞ্চল অঞ্চলে।” এখানেই ওয়াইসির দল আগে ভালো ফল করেছিল।

এ প্রসঙ্গে তিনি আরও মন্তব্য করেন, “মোদিজি বলছেন বিহারে বাংলাদেশি অনুপ্রবেশকারী আছে, কিন্তু সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। আপনার (মোদির) বাংলাদেশ থেকে আসা এক বোন রয়েছেন; তাকে যদি বাংলাদেশে পাঠান, সীমাঞ্চলে নিয়ে আসুন, আমরা তাকেও ছেড়ে দেব।”

এদিকে ওয়াইসি ও তাঁর দল “সীমাঞ্চল ন্যায্য যাত্রা” নামে এক প্রচারাভিযান শুরু করেছে। স্থানীয় উন্নয়ন, জনস্বার্থ ও দীর্ঘদিনের বঞ্চনার ইস্যুতে তাঁরা প্রচারণা চালাচ্ছেন। দলের দাবি, তারা শুধু ভোটের মঞ্চই নয়—সমান স্বীকৃতি ও সুযোগ চায়, আর রাজনীতিতে নতুন প্রজন্মের পরিবর্তন দেখতে চায়।

 

এনএনবাংলা/