সমন্বিত ও অভিন্ন মূল্য নির্ধারণের ব্যবস্থা চূড়ান্ত না হওয়া পর্যন্ত ভোজ্যতেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বৃহস্পতিবার বিকালে বাণিজ্য মন্ত্রণালয়ে ব্যবসায়ী ও বিশেষজ্ঞদের নিয়ে ত্রিপক্ষীয় বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এইচ এম সফিকুজ্জামান জানান, প্রতি লিটারে তেলের দাম ৮ টাকা থেকে ১০ টাকা বাড়ানোর প্রস্তাব অনুমোদন করা হয়নি।
বর্তমানে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটার প্রতি ১৬০ টাকা। চলতি সপ্তাহে ভোজ্যতেল পরিশোধন কারখানাগুলোর সমিতি তেলের দাম লিটারে ৮ টাকা বাড়ানোর প্রস্তাব করে। সেক্ষেত্রে খুচরা বাজারে দাম হবে প্রতি লিটার ১৬৮ টাকা। মিলের গেটের দাম হবে ১৫৮ টাকা এবং ডিস্ট্রিবিউটর মূল্য হবে ১৬২ টাকা প্রতি লিটার।
—-ইউএনবি
আরও পড়ুন
২০২৪ সালে ৪০ কোটি টাকার বীমাদাবি প্রদান করলো প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্স
তারেক রহমানকে নিয়ে দেশে ফিরবেন খালেদা জিয়া: ফারুক
শেখ হাসিনাসহ ৭৫ জনের পাসপোর্ট বাতিল