অনলাইন ডেস্ক :
জীবিকার তাগিদে যুক্তরাষ্ট্রে উবার চালাচ্ছেন আফগানিস্তানের সাবেক অর্থমন্ত্রী খালিদ পায়েন্দা। দেশটিতে তালেবান ক্ষমতা গ্রহণের কয়েকদিন আগে অর্থমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন তিনি। খালিদ আশরাফ ঘানি সরকারের শেষ অর্থমন্ত্রী বলে জানায় হিন্দুস্তান টাইমস। প্রতিবেদনে বলা হয়, বর্তমানে জর্জটাউন ইউনিভার্সিটিতে অ্যাডজেন্ট প্রফেসর হিসেবে কাজ করার পাশাপাশি ওয়াশিংটনে ও তার আশপাশে উবার ক্যাব চালান তিনি। শিক্ষকতা থেকে তিনি প্রতি সেমিস্টারে ২ হাজার ডলার আয় করেন। আফগানিস্তানের প্রথম প্রাইভেট ইউনিভার্সিটির সহ-প্রতিষ্ঠাকারীও ছিলেন তিনি। ওয়াশিংটন পোস্টের সাথে একটি সাক্ষাৎকারে খালিদ জানান, তিনি যে কাজগুলো পেয়েছেন তার জন্য তিনি কৃতজ্ঞ। কারণ এটি তাকে তার স্ত্রী এবং চার সন্তানের পরিবারের ভরণপোষণের জন্য সহায়তা করে।মন্ত্রীত্বের শেষ কয়েক দিনের কথা স্মরণ করে তিনি জানান, আশরাফ ঘানি একটি জনসভায় লেবাননের কোম্পানিকে অর্থ প্রদানে না করার জন্য মন্ত্রণালয়ের ব্যর্থতার দায় দেন। এ কারণে অর্থমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন তিনি। যুদ্ধবিধ্বস্ত কাবুল তিনি দ্রুত দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পৌঁছান। তার পরিবারের সদস্যরা তার এক সপ্তাহ আগেই যুক্তরাষ্ট্রে চলে যান। এই মুহূর্তে আমার কোন জায়গা নেই, জানান তিনি। ‘আমি এখানকার নই, এবং আমি সেখানকারও নই। এটা খুবই শূন্যতার অনুভূতি।’
আরও পড়ুন
ইউক্রেনকে আর সহায়তা করবে না যুক্তরাষ্ট্র: সুলিভান
টিউলিপের স্থলাভিষিক্ত হলেন এমা রেনল্ডস
ইউক্রেন যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্র ও রাশিয়ার শীর্ষ দুই নেতার মধ্যে প্রথম বৈঠক করবেন