January 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, March 21st, 2024, 8:38 pm

আফগানিস্তানে আত্মঘাতী হামলায় ৩ জন নিহত

অনলাইন ডেস্ক :

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার শহরে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২১ মার্চ) একটি ব্যাংকের বাইরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তিনজন নিহত এবং অপর ১২ জন আহত হয়েছে। প্রাদেশিক এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন। কান্দাহার প্রদেশের তথ্য ও সংস্কৃতির পরিচালক ইনামুল্লাহ সামাঙ্গানি সংবাদ সংস্থা এএফপিকে বলেছেন, ‘প্রাথমিক তথ্য অনুযায়ী বৃহস্পতিবার (২১ মার্চ) স্থানীয় সময় সকাল প্রায় ৮টার দিকে কান্দাহার শহরে আত্মঘাতী হামলায় তিনজন আফগান নাগরিক নিহত এবং ১২ জন আহত হয়েছে।’

কান্দাহারের নিউ কাবুল ব্যাংক শাখার বাইরে অপেক্ষমাণ একদল লোককে লক্ষ্য করে বিস্ফোরণটি ঘটানো হয়। সামাঙ্গানি বলেন, ‘নিহতরা বেসামরিক নাগরিক। সাধারণত সবাই বেতন সংগ্রহের জন্য সেখানে জড়ো হয়। ’ তালেবানরা ২০২১ সালে আগস্টে মার্কিন-সমর্থিত সরকারকে ক্ষমতাচ্যুত করার পর তাদের বিদ্রোহের অবসান ঘটায়। এরপর থেকে আফগানিস্তানে বোমা বিস্ফোরণ এবং আত্মঘাতী হামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়। যদিও আইএসআইএস এবং বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠীর হুমকি রয়েই গেচে। সূত্র: আল-অ্যারাবিয়া।