নিউজ ডেক্স :
আফগানিস্তানের জাবুল প্রদেশে রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে বাসের ১১ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে।
সোমবার (১০ মে) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানায় আল জাজিরা।
জাবুল প্রদেশের গভর্নরের মুখপাত্র গুল ইসলাম সায়াল জানান, রোববার (৯ মে) শেষ রাতের দিকে এ ঘটনা ঘটে।
তিনি জানান, এ ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক।
গত সেপ্টেম্বর মাসের ১১ তারিখে যুক্তরাষ্ট্র তাদের সৈন্য তুলে নেওয়ার ঘোষণার পর থেকেই অশান্ত হয়ে উঠছে আফগানিস্তান। সম্প্রতি সেটা আরো বেড়েছে। গত কয়েকদিনে বেশ কয়েকটি হামলা হয়েছে। এরই মধ্যে তালেবানরা আবার ঈদুল ফিতর উপলক্ষে তিনদিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছে।

আরও পড়ুন
শাহবাগে বিসিএস পরীক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
কেরু চিনিকলে শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষ, অবরোধে আটকে এমডি–কর্মকর্তারা
কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৬ ইউনিট