January 20, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, September 2nd, 2022, 9:03 pm

আফগানিস্তানে মসজিদে বিস্ফোরণে নিহত ১৮, আহত ২১

অনলাইন ডেস্ক :

আফগানিস্তানের হেরাত শহরে শুক্রবার মসজিদে বিস্ফোরণে অন্তত ১৮ জন নিহত ও ২১ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এদিন দুপুরে জুমআর নামাজের সময় হেরাতের পশ্চিমাঞ্চলীয় শহর গুজারগাহ মসজিদে বিস্ফোরণটি ঘটে।

বিস্ফোরণে মুজিব-উল রহমান আনসারি নামের একজন বিশিষ্ট আলেম নিহত হন। যিনি গত দুই দশক ধরে আফগানিস্তানের পশ্চিমা-সমর্থিত সরকারের সমালোচনা করার জন্য আফগানিস্তান জুড়ে পরিচিত ছিলেন।

আনসারীকে দেশটির ক্ষমতাসীন তালেবান সরকারের ঘনিষ্ঠ হিসেবে মনে করা হতো।

তালেবানের প্রধান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, মৃত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে, তবে তাৎক্ষণিকভাবে এর বেশি কিছু জানাতে পারেননি তিনি।

শুক্রবারের বিস্ফোরণের জন্য তাৎক্ষণিকভাবে দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী।

এর আগে চরমপন্থী গোষ্ঠী ইসলামিক স্টেট আফগানিস্তানে বেশ কয়েকটি মসজিদে হামলার দায় স্বীকার করে। তারা দেশটির ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের পাশাপাশি তালেবানদের বিরুদ্ধেও ধারাবাহিক হামলা চালিয়েছে আসছে।