অনলাইন ডেস্ক :
সঙ্কট-পীড়িত আফগানিস্তানে প্রথমবারের মতো মানবিক সহায়তা পাঠিয়েছে সৌদি আরব। সৌদি আরবের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কিং সালমান হিউম্যানেটিরিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টারের পক্ষ থেকে গত বৃহস্পতিবার দুটি বিমানে করে ৬৫ টনের বেশি সহায়তা পাঠানো হয়। পাঠানো এসব সহায়তার মধ্যে ১৬৪৭ প্যাকেট খাবার আছে। সৌদি প্রেস এজেন্সি একথা জানায়। কিং সালমান হিউম্যানেটিরিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টারের সুপারভাইজর আবদুল্লাহ আল-রাবিয়াহ জানান, মানবিক সহায়তার অংশ হিসেবে ৬টি বিমানে করে ১৯৭ টনের বেশি সহায়তা আফগানিস্তানে পাঠানো হচ্ছে। পাকিস্তান থেকে ২০০টি ট্রাকে স্থলপথে এসব সহায়তা সেখানে নিয়ে যাওয়া হবে। গত মঙ্গলবার সৌদি আরবের রাজধানী রিয়াদে বৈঠকে বসেন উপসাগরীয় দেশগুলোর নেতারা। সে সময় তারা যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানের জনগণের কাছে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া এবং তাদের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখার বিষয়ে একমত হন। জাতিসংঘের হিসেব অনুযায়ী আফগানিস্তানের মোট জনসংখ্যা ৩ কোটি ৮০ লাখ। এদের অর্ধেকের বেশি বর্তমানে তীব্র খাদ্য সঙ্কটে ভুগছে। এ ছাড়া শীতের কারণে দেশটির কয়েক লাখ মানুষ দুর্ভিক্ষের মুখোমুখি হওয়ার আশঙ্কা রয়েছে। এমনকি অনেক মানুষ অভিবাসনপ্রত্যাশী হয়ে অন্য দেশে চলে যেতে পারে। চলতি বছরের আগস্টে যুক্তরাষ্ট্র সমর্থিত আফগান সরকারকে যুদ্ধে পরাজিত করে কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান। এরপর থেকেই সংগঠনটি আন্তর্জাতিক স্বীকৃতি এবং আফগানিস্তানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিতে কাজ করছে। এমনকি ক্ষমতায় আসার পর এক সময়ের ভয়াবহ এই সশস্ত্র সংগঠনটি কট্টর ইসলামপন্থা মনোভাব থেকে সরে আসতেও দেখা গেছে। সূত্র: আল-জাজিরা।
আরও পড়ুন
হিন্দুসেনার আপত্তি সত্ত্বেও আজমির শরীফে ‘চাদর’ পাঠালেন মোদি
জাপানে টুনা মাছ বিক্রি হলো ১৩ লাখ ডলারে, এযাবৎকালের দ্বিতীয় সর্বোচ্চ দাম
এক মিনিটেই ৫৭ চলন্ত পাখা জিভ দিয়ে থামিয়ে গিনেস রেকর্ড