January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 10th, 2021, 8:58 pm

আফগানিস্তান ইস্যুতে ভারতে আঞ্চলিক বৈঠক শুরু

অনলাইন ডেস্ক :

ভারতে শুরু হয়েছে আফগানিস্তানের ইস্যুতে প্রতিবেশী দেশগুলোর আঞ্চলিক সম্মেলন। গত বুধবার দেশটির রাজধানী দিল্লিতে এ বৈঠক শুরু হয়েছে। তবে সম্মেলনে চীন ও পাকিস্তানের মতো প্রতিবেশী দেশ অংশ নেয়নি। এমনকি যাদের জন্য এ সম্মেলন সেই আফগানিস্তানের কোনো প্রতিনিধিকে বৈঠকে অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়নি। আফগানিস্তানে গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে তালেবানের ক্ষমতা গ্রহণ, বর্তমান অবস্থা এবং দেশটির সঙ্গে প্রতিবেশী দেশগুলোর সম্পর্ক কেমন হবে সে বিষয়ে আলোচনা করতেই এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনে সভাপতিত্ব করছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। এতে অংশ নিচ্ছে রাশিয়া, ইরান, কাজাখস্তান, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান ও তাজিকিস্তানের নিরাপত্তা উপদেষ্টারা। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কাবুল এ সম্মেলনকে ‘আফগানিস্তানে সহায়তা প্রদান সহজতর করার জন্য’ একটি আশাব্যঞ্জক পদক্ষেপ হিসেবে দেখছে। আফগান পরিস্থিতি নিয়ে এটি তৃতীয় কোনো অঞ্চলিক বৈঠক। এর আগে ২০১৮ সালের সেপ্টেম্বর ও ২০১৯ সালের ডিসেম্বরে ইরানে বৈঠক আয়োজন করা হয়েছিল। সূত্র: হিন্দুস্তান টাইমস।