অনলাইন ডেস্ক :
মার্কিন সামরিক বাহিনী আফগানিস্তান থেকে এ পর্যন্ত ৩ হাজার ২শ’রও বেশি লোককে সরিয়ে নিয়েছে। কেবলমাত্র মঙ্গলবার একদিনে সরিয়ে নেয়া হয়েছে ১১শ’ লোককে। একজন হোয়াইট হাউস কর্মকর্তা এ কথা জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আরো জানান, মার্কিন সামরিক বাহিনী আজ ১৩টি বিমানে করে আমেরিকান নাগরিক, যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা ও তাদের পরিবারসহ আনুমানিক ১১শ’ লোককে আফগানিস্তান থেকে সরিয়ে নিয়ে এসেছে।
তিনি বলেন, মার্কিন সেনাসহ আফগানিস্তান থেকে এ পর্যন্ত তিন হাজার ২শ’ লোককে
সরিয়ে আনা হয়েছে। এদের মধ্যে প্রায় দু’ হাজার আফগান রয়েছে। এদেরকে বিশেষ অভিবাসনের আওতায় আনা হয়েছে।
আরও পড়ুন
হিন্দুসেনার আপত্তি সত্ত্বেও আজমির শরীফে ‘চাদর’ পাঠালেন মোদি
বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিঙ্ক ইন্টারনেট সেবা চালু করতে যাচ্ছেন ইলন মাস্ক
শক্তিমান অভিনেতা প্রবীর মিত্র আর নেই