January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, October 26th, 2022, 7:22 pm

আফগানিস্তান-নিউজিল্যান্ডের পয়েন্ট ভাগাভাগি

অনলাইন ডেস্ক :

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচটিতে হানা দিয়েছিল বৃষ্টি। তাই ম্যাচের ফল নির্ধারণ করা হয়েছে ডিএল মেথডে, যেখানে ৫ রানে ইংল্যান্ডকে হারিয়েছে আইরিশরা। একই মাঠে দিনের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তান ও নিউজিল্যান্ডের মুখোমুখি হওয়ার কথা ছিল। বৃষ্টি না থামায় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। আফগানিস্তান-নিউজিল্যান্ড দু’দলই পেয়েছে একটি করে পয়েন্ট। সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়েছিল নিউজিল্যান্ড, হারিয়েছিল ৮৯ রানের ব্যবধানে। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে ইংলিশদের কাছে ৫ উইকেটে হেরেছিল আফগানিস্তান। বুধবার (২৬ অক্টোবর) ১ পয়েন্ট পাওয়ায় দুই ম্যাচে কিউইদের সংগ্রহ দাঁড়াল ৩ পয়েন্ট, গ্রুপ-১-এর শীর্ষেই আছে তারা। অন্যদিকে দুই ম্যাচে ১ পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে আফগানরা। সমান ২ পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কা দুয়ে, ইংল্যান্ড তিনে, আয়ারল্যান্ড চারে ও অস্ট্রেলিয়া পাঁচে।