January 16, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, June 6th, 2023, 8:46 pm

আফগানিস্তান-বাংলাদেশ সিরিজের খেলা কখন?

অনলাইন ডেস্ক :

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজ শুরু হতে বাকি আর মাত্র কয়েকদিন। সিরিজের সূচি আর ভেন্যু নির্ধারিত ছিলো আগে থেকেই। এবার জানা গেলো টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সময়। আফগানিস্তান সিরিজের ম্যাচের সময় প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১৪ জুন থেকে মিরপুরের শেরে-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাওয়া একমাত্র টেস্টে প্রতিদিনই খেলা শুরু হবে সকাল ১০টায়।

এদিকে, আফগানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রতিটি ম্যাচই হবে দিবারাত্রির। টেস্ট সিরিজের পর ১৬ দিন বিরতি দিয়ে আগামী ৫, ৮ ও ১১ জুলাই তিনটি ওয়ানডে ম্যাচ মাঠে গড়াবে বেলা ২ টায়। সিইরজের সবগুলো ম্যাচই হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সবশেষ দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৪ ও ১৬ জুলাই টি-টোয়েন্টি ম্যাচ দুইটি শুরু হবে সন্ধ্যা ৬ টা থেকে। আগামী ১০ জুন বাংলাদেশে আসবে আফগানিস্তান দল। তারপর টেস্ট খেলে তাদের যাওয়ার কথা ভারতে। সেখান থেকে ফিরে আবার খেলবে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ।