অনলাইন ডেস্ক :
পাকিস্তানে সফর করার ভিসা পেয়েছে আফগানিস্তান ক্রিকেট দল। পাকিস্তান পররাষ্ট্র দফতরের নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্রটি জানিয়েছে, ‘পুরো আফগান ক্রিকেট দলকে ভিসা দিয়েছে পাকিস্তান। আফগান দল সোমবার বা মঙ্গলবার যেকোনো সময় সীমান্ত অতিক্রম করে পাকিস্তানে প্রবেশ করবে বলে আশা করা হচ্ছে।’ ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের বাছাইয়ের অংশ হিসেবে পাকিস্তানের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে আফগানিস্তান। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সিরিজটি। তবে শ্রীলঙ্কায় কভিড মহামারির জন্য দেশটি লকডাউন চলছে। সেখানে কোনো সিরিজটি আয়োজন সম্ভব হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। এমন পরিস্থিতিতে পাকিস্তানের মাটিতেই অনুষ্ঠিত হতে পারে পাকিস্তান-আফগান সিরিজ। তবে এই বিষয়ে চূড়ান্ত কিছু জানানোর আগে শ্রীলঙ্কান বোর্ডের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছে আফগান বোর্ড। সূত্র: পাকট্রিভিউন
আরও পড়ুন
আমিরের রেকর্ড ভেঙে বিপিএলের ইতিহাস সেরা বোলিং তাসকিনের
২০২৫ সালে যতগুলো ম্যাচ খেলবে বাংলাদেশ
পুলিশকে হারিয়ে জয়ে ফিরল কিংস