ইস্তাম্বুলে কাতার ও তুরস্কের মধ্যস্থতায় চলা চার দিনের শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর আফগানিস্তানের তালেবান সরকারকে সরাসরি ‘নির্মূল’ করার হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।
বুধবার (২৯ অক্টোবর) এক্স–এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে আসিফ বলেন, ‘আমরা অনেক দিন ধরে তোমাদের বিশ্বাসঘাতকতা ও উপহাস সহ্য করেছি, কিন্তু আর নয়। পাকিস্তানের অভ্যন্তরে যে কোনো সন্ত্রাসী হামলা বা আত্মঘাতী হামলা তোমাদের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে। যদি চাও, তাহলে আমাদের সংকল্প ও সক্ষমতা পরীক্ষা করে দেখো।’
তিনি আরও সতর্ক করে বলেন, ‘তালেবান শাসনকে নির্মূল করতে পাকিস্তানকে তার পূর্ণ অস্ত্রভাণ্ডার ব্যবহার করতে হবে না। যদি তারা সংঘাত বাড়াতে চায়, তাহলে তাদের লেজ গুটিয়ে পালানোর দৃশ্য আবারও এই অঞ্চলের মানুষ দেখবে।’
এর আগে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার নিশ্চিত করেন, ইস্তাম্বুলে অনুষ্ঠিত যুদ্ধবিরতি আলোচনায় কোনো কার্যকর সমাধান আসেনি।
২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকে আফগান–পাকিস্তান সীমান্তে সহিংসতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। চলতি মাসেই দুই দেশের সীমান্তে সবচেয়ে ভয়াবহ সংঘর্ষে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে।
১৯ অক্টোবর দোহায় প্রথম দফা আলোচনায় অস্ত্রবিরতিতে উভয় পক্ষ রাজি হলেও ইস্তাম্বুলের দ্বিতীয় দফায় কোনো অভিন্ন সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। পাকিস্তানি নিরাপত্তা সূত্র জানিয়েছে, আফগান তালেবানরা পাকিস্তানি তালেবান (টিটিপি)-এর লাগাম টেনে ধরতে রাজি হয়নি। আফগান পক্ষের দাবি, টিটিপির ওপর তাদের কোনো নিয়ন্ত্রণ নেই।
এদিকে পাকিস্তান পুলিশের প্রতিবেদনে দেখা গেছে, ২০২৫ সালের প্রথম আট মাসে খাইবার পাখতুনখোয়ায় ৬০০টিরও বেশি সন্ত্রাসী হামলা ঘটেছে। এতে কমপক্ষে ১৩৮ জন বেসামরিক নাগরিক ও ৭৯ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন, আহত হয়েছেন শতাধিক মানুষ।
এনএনবাংলা/

আরও পড়ুন
পাচার হওয়া অর্থ ফেরত আনতে ৪-৫ বছর সময় লাগে: গভর্নর
অমর একুশে বইমেলা শুরু হবে ২০ ফেব্রুয়ারি
এবার গুলশান থানার সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেপ্তার মেজর সাদিকের স্ত্রী