অনলাইন ডেস্ক :
আফগানিস্তানের মেয়েদের শিক্ষার অধিকার নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন নোবেল পুরস্কারজয়ী ও নারীশিক্ষা অধিকারকর্মী মালালা ইউসুফজাই। শুক্রবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের একটি প্যানেলে ভার্চুয়ালি যোগ দিয়ে আফগান নারীদের অধিকারের বিষয়ে কোনও আপোশ না করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান তিনি। ২০ বছর আগে ক্ষমতায় থাকাকালে তালেবান যেভাবে নারীদের শিক্ষার অধিকার কেড়ে নিয়েছিল এবারও তেমনটা করতে পারে বলে নিজের আশঙ্কার কথাও জানান মালালা। মাধ্যমিক স্তরে মেয়েদের স্কুলে না পাঠানোর তালেবানের সিদ্ধান্তের কঠোর সমালোচনাও করেন তিনি। চলতি সপ্তাহে শুরু হওয়া জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনে আফগান নারীদের অধিকার নিশ্চিতে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন বেশ কয়েকটি দেশের নেতারা। তবে কীভাবে তারা আফগান নারীদের সহযোগিতা করবেন তা স্পষ্ট করে বলেননি।
আরও পড়ুন
তিব্বতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩
হিন্দুসেনার আপত্তি সত্ত্বেও আজমির শরীফে ‘চাদর’ পাঠালেন মোদি
জাপানে টুনা মাছ বিক্রি হলো ১৩ লাখ ডলারে, এযাবৎকালের দ্বিতীয় সর্বোচ্চ দাম