January 16, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, August 16th, 2022, 7:47 pm

আফিয়ার পথ চলা…

অনলাইন ডেস্ক :

মিডিয়া অঙ্গণে ববিতা আক্তার আফিয়ার পথ চলাটা খুর বেশী দিনের না। অল্প কয়েকটি কাজেই ইতোমধ্যে নির্মাতাদের নজরে এসেছেন তিনি। পেশায় শিক্ষানবীশ আইনজীবী হলেও মন পরে রয়েছে মিডিয়ার রঙ্গীন জগতে। তাই তো সুযোগ পেলেই ক্যামেরার সামনে ছুটে আসেন। ছোট পর্দায় প্রথম আসেন পরিচালক জাকিরুল ইসলাম রিপনের সিংগেল নাটক ” ঠেলার নাম দুলাভাই “নাটকের মধ্যে দিয়ে। এরপরে আকাশ রঞ্জনের সিংগেল নাটক ” স্বভাবে অভাব। কামরুল হাসান ফুয়াদের “ডিভোর্স “, নুকুল মন্ডলের ” ফাতেমার্স গ্যাং “, রাশেদ বিপ্লব পরিচালিত এসিআই মটরর্সের ওভিসি ” সোনালিকা ট্রাক্টর”। বিটিভির ফিলারেও অংশ নিয়েছেন এই নবাগত অভিনয় শিল্পী। বর্তমানে অভিনয় করছেন সাজ্জাদুল আলম দোদুলের মেগা ধারাবাহিক ” মুসা” তে। আফিয়া বলেন, ছোট বেলা থেকেই আমি অভিনয়টাকে অনেক ভালোবাসতাম। স্কুল ও কলেজ জীবনে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগীতা, শিক্ষা সপ্তাহ প্রতিযোগীতায় অংশ নিয়ে সাফল্যের সাক্ষর রেখেছি। মাঝে লেখাপড়া নিয়ে ব্যস্ততার কারণে আর সে ভাবে অভিনয় করা হয়ে উঠেনি। নতুন করে আবার পথ চলতে শুরু করছি। আইন পেশা, সংবাদপত্রে লেখা লেখির পাশাপাশি আফিয়া একজন ভালো বাইকারও।