অনলাইন ডেস্ক :
দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। ‘হাওয়া’ সিনেমা দিয়ে দর্শক মহলে পেয়েছেন বিপুল জনপ্রিয়তা। দিন দিন বৃদ্ধি পাচ্ছে তার ভক্তের সংখ্যাও। এ বার তার ভক্তের খোঁজ মিলল দুই বাংলার গন্ডি পেরিয়ে সুদূর আফ্রিকায়। ‘সাদা সাদা কালা কালা’ গাইলেন বিদেশি এক গায়ক।
শিল্পী জৌটেন আটিকব্লুজ। শিল্পীর জন্ম, বেড়ে ওঠা আফ্রিকায়। এই মুহূর্তে কানাডাবাসী। সম্প্রতি নিজের ফেসবুক পেইজে স্পষ্ট বাংলায় চৌধুরী অভিনীত ‘হাওয়া’ সিনেম্রা জনপ্রিয় গান ‘সাদা সাদা কালা কালা’ গানটি গাইলেন জৌটেন। শিল্পীর কণ্ঠে নিজের ছবির গান শুনে মুগ্ধ চঞ্চল। তার গায়কি মন কেড়েছে অভিনেতা চঞ্চল চৌধুরীরও। তাই তো নিজের ফেসবুক পেইজে শিল্পীর গানটি পোস্ট করে লেখেন, ‘‘হঠাৎ আজ ফেসবুকে ওর গান শুনলাম। তাও আবার বাংলা গান ‘হাওয়া’ ছবির সাদা সাদা কালা কালা।
মেঘদল-এর ‘ এ হাওয়া’ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আমারও পরান যাহা চায়’ সহ অনেক গান। ইনবক্সে কথা বললাম, পরিচয় হল, ধন্যবাদ এবং ভালোবাসা জানালাম। জৌটেন আটিকব্লুজের সঙ্গী ছিল শুধুই গিটার। আমি মুগ্ধ হয়েছি তার কণ্ঠে, গানে এবং গায়কিতে।’’পাল্টা উত্তর আসে জৌটেনের পক্ষ থেকেও। চঞ্চলকে ধন্যবাদ জানিয়ে জৌটেন লেখেন, ‘‘আপনার শুভেচ্ছা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। আমি আপনার অভিনয়ের গুণমুগ্ধ। ফেসবুকে আপনার এবং আপনার ছেলের ‘সাদা সাদা কালা কালা’ গানটি গাওয়ার ভিডিও দেখে আমি খুবই অনুপ্রাণিত হয়েছি। ভিডিওটি কয়েক বার দেখার পর সিদ্ধান্ত নিয়েছিলাম গানটি গাওয়ার।’’
আরও পড়ুন
তাহসান-রোজার মধুচন্দ্রিমার ছবি-ভিডিও ভাইরাল!
সাকিব এবং তামিমের বিদায় নিশ্চিত হয়েই গেল
প্রথমদিনেই বক্স অফিসে বাজিমাত