January 1, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, July 12th, 2023, 8:50 pm

আফ্রিকার তিন দেশে সফরে ইরানি প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক :

সম্পর্ক জোরদারের লক্ষ্যে আফ্রিকার তিন দেশে সফর শুরু করেছেন ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। অর্থনৈতিক ও সহযোগিতা চুক্তি স্বাক্ষরের জন্য এই সফর গুরুত্বপূর্ণ। তারই অংশ হিসেবে বুধবার কেনিয়ার নাইরোবির বিমানবন্দরের পৌঁছেছেন তিনি। বুধবার সকালে বিমানবন্দরে অবতরণের পর ইরানি প্রেসিডেন্টকে স্বাগত জানান কেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী আলফ্রেড মুতুয়া। পরে দেশটির প্রেসিডেন্ট প্রাসাদে আনুষ্ঠানিক স্বাগত জানান উইলিয়াম রুটো। ইরানের প্রেসিডেন্ট ও তার সঙ্গে আসা প্রতিনিধি দলের সম্মানে ২১ বার বন্দুকের স্যালুট দেওয়া হয়।

নাইজেরিয়া প্রেসিডেন্টের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক হওয়ার কথা রয়েছে তার। এরপর দুই দেশের প্রতিনিধিদের মধ্যে একাধিক বৈঠক শেষে দ্বিপাক্ষিক বাণিজ্য ও সহযোগিতা নিয়ে একাধিক চুক্তি স্বাক্ষর হবে। এরপর উগান্ডা এবং জিম্বাবুয়ের উদ্দেশে কেনিয়া ছাড়বেন ইব্রাহিম রাইসি। সূত্র: প্রেস টিভি