অনলাইন ডেস্ক :
চোখের রেটিনার চিকিৎসা শেষ করে দেশে ফিরেই ফের অনুশীলনে নেমে পড়েছেন সাকিব আল হাসান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরের দিনই বিপিএলকে সামনে রেখে অনুশীলনে নেমেছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। তবে এর মাঝপথে গত ১৪ জানুয়ারি চিকিৎসার জন্য লন্ডন গিয়েছিলেন তিনি। চিকিৎসা শেষে বৃহস্পতিবার রাতেই দেশে ফেরেন সাকিব। এরপর শুক্রবার রংপুর রাইডার্সের অনুশীলনে যোগ দেন টাইগার অধিনায়ক।
বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে পৌঁছে কোচের সঙ্গে তাকে পরামর্শ করতে দেখা গেছে। এরপর নিজে বোলিং অনুশীলন করেছেন, দেখেছেন সতীর্থদের ব্যাটিংও। বিপিএল শুরুর আগমুহূর্তে চোখের রেটিনার সমস্যা হয় সাকিবের। শঙ্কা ছিল বিপিএলের শুরু থেকেই তাকে পাওয়া নিয়ে। তবে প্রথম ম্যাচ থেকেই রংপুর রাইডার্সের হয়ে খেলার কথা জানিয়েছেন সাকিব।
আরও পড়ুন
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম ইকবাল
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
শেষ ওভারে ৩ ছক্কা ৩ চার, ৩০ রান নিয়ে রংপুরকে জেতালেন নুরুল