অনলাইন ডেস্ক :
২০১৫ সালে ‘কিস কিসকো পেয়ার করু’ দিয়ে শুরু। এরপর দেখা যায় ‘ফিরিঙ্গি’তেও। কিন্তু কপিল শর্মার কোনো ছবিই বক্স অফিসে সুবিধা করতে পারেনি। এবার কপিলকে দেখা যাবে নন্দিতা দাসের নাম ঠিক না হওয়া ছবির মূল চরিত্রে। কিভাবে ছবিতে কপিলকে নেওয়ার আইডিয়া পেলেন সেটা জানাতে গিয়ে ‘ফিরাক’, ‘মান্টো’র মতো ছবির নির্মাতা নন্দিতা বলেন, ‘ফোনে কপিলের একটি ভিডিও দেখার পরই আইডিয়া মাথায় আসে। সেদিনই মনে হয় ওকে নিয়ে ছবি করতে হবে। কারণ কপিলের মধ্যে কোথাও একটা সাধারণ মানুষের ভাব রয়ে গেছে। যদিও তিনি তাঁর সাধারণ মানুষের দলে পড়েন না। কিন্তু রক্তে রয়েছে সাধারণ জীবনযাপনের ছাপ। ’ নতুন ছবিতে অভিনয় প্রসঙ্গে কপিল বলেন, ‘নন্দিতা আর পাঁচজন পরিচালকের থেকে আলাদা, ওর দেখার ভঙ্গিই অন্য রকম। এখানে আমাকে নতুন রূপে দেখা যাবে। ’ ছবিতে কপিলের নায়িকা শাহনা গোস্বামী। শাহানা আগে পরিচালকের ‘ফিরাক’-এও ছিলেন। ফের নন্দিতার সঙ্গে কাজে ফিরতে পেরে তিনি খুশি, ‘আমি নন্দিতা সঙ্গে কাজে ফিরতে মুখিয়ে আছি। তাছাড়া কপিল এই ছবিতে বাড়তি মাত্রা যোগ করবে। আশা করি দারুণ একটা কাজ হবে। ’ সূত্র : বলিউড হাঙ্গামা
আরও পড়ুন
আবারও মুক্তি পেলো ‘কাহো না পেয়ার হ্যায়’ ছবিটি
‘সন্দেহের ছায়ায়’ উত্তাপ ছড়ালেন জয়া
তাহসান-রোজার মধুচন্দ্রিমার ছবি-ভিডিও ভাইরাল!