আবারও শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি শুরু করেছে ইনকিলাব মঞ্চ। শরিফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এলাকা ত্যাগ করার পরপরই ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগে ফিরে এসে অবস্থান নেন।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে আজিজ সুপার মার্কেটের সামনে থেকে মিছিল নিয়ে ইনকিলাব মঞ্চের নেতারা শাহবাগ মোড়ে এসে জড়ো হন।
এর আগে শরিফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার না করা পর্যন্ত শাহবাগ অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় ইনকিলাব মঞ্চ। সেই কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার জুমার নামাজের পর তারা শাহবাগে অবস্থান নেন এবং সারা রাত সেখানেই অবস্থান করেন।
শুক্রবার সকালে শরিফ ওসমান হাদির কবর জিয়ারত উপলক্ষে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সকাল সাড়ে আটটার দিকে ইনকিলাব মঞ্চ সাময়িকভাবে শাহবাগ ছাড়ে এবং আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নেয়।
সে সময় ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছিল, তারেক রহমান কবর জিয়ারত শেষে চলে গেলে পুনরায় শাহবাগ মোড়ে ফিরে অবরোধ কর্মসূচি শুরু করা হবে।
সরেজমিনে দেখা গেছে, শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে নানা স্লোগান দিচ্ছেন।
উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম মুখ ওসমান হাদি গত বছরের আগস্ট মাসে ইনকিলাব মঞ্চ গঠন করেন। ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি ছিলেন সোচ্চার। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে সম্ভাব্য প্রার্থী হিসেবেও আলোচনায় ছিলেন তিনি।
এনএনবাংলা/

আরও পড়ুন
ছোট ভাই কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান
কুমিল্লা-৩ আসন থেকে মনোনয়নপত্র নিলেন আসিফ মাহমুদ
কাল বঙ্গভবনে শপথ নেবেন দেশের ২৬তম প্রধান বিচারপতি